নিয়োগ বিজ্ঞপ্তি,
সর্বশেষ সরকারী বিধি ও বে- সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ( স্কুল ও কলেজ ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা -২০২১ অনুযায়ী- খোলড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, ডাকঘরঃ জীবনপুর, উপজেলাঃ হরিপুর, জেলাঃ ঠাকুরগাঁও সহকারী প্রধান শিক্ষক সৃষ্ট শুন্য পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের ) দিনের মধ্যে অর্থাৎ ২৬/০২/২০২৪ খ্রি বিকাল ৫,০০ ঘটিকার মধ্যে হিসাব নং -১০০০৪৪৯৩৪ রাজশাহী কৃষি উয়ন্নন ব্যাংক,হরিপুর শাখার অনুকুলে ১০০০/- ( এক হাজার ) টাকা অফেরৎ যোগ্য জমাদানের রশিদ সহ ০৫ কপি ছবি, জাতীয় পরিচয় পত্র, কাম্য শিক্ষাগত যোগ্যতা সনদ, অভিজ্ঞতা সনদ, সহকারী শিক্ষক পদের ১ম ও শেষ এমপিও কপি, এনওসি সনদসহ অন্যান্য কাগজ পত্রাদি প্রধান শিক্ষক বরাবর পৌছাতে হবে ।
Click Here to Visit Facebook Official Facebook Page of Kholora Adarsha High School
প্রধান শিক্ষক,
খোলড়া আদর্শ উচ্চ বিদ্যালয়
হরিপুর, ঠাকুরগাঁও
১০-০২-২০২৪ ইং