ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন খোলড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নিয়োগ বাণিজ্য, অবৈধ
নিয়োগ অর্থ আত্মসাত বিষয়ে নাগরিক টিভিতে একটি সংবাদ প্রচার করা হয়েছে এবং এই চ্যানেলের বরাত দিয়ে ফেসবুকে যা প্রচার করা হয়েছে এবং সহকারী শিক্ষক জনাব মোঃ বেলাল উদ্দীন যে বক্তব্য দিয়েছেন তাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। ঘটনার বিবরণ এই যে, গত ৫ আগষ্টের আগে কোন ঝামেলা ছিল না এবং বিদ্যালয়টি সুষ্ঠু ভাবে পরিচালিত হচ্ছিল। আমি গত ৬ জুলাই ২০২৪ইং তারিখ বিধি মোতাবেক নিয়োগ প্রাপ্ত হইয়া গত ১০ জুলাই ২০২৪ইং তারিখে যোগদান করি এবং যথারিতি বিদ্যালয়ে উপস্থিত থাকি। গত ১৩-০৮-২০২৪ইং তারিখের পর হইতে সহকারী শিক্ষিকা মোছা: শারমিন আক্তার ও সহকারী শিক্ষক বেলাল উদ্দীন গংরা আমায় হাজিরা খাতায় সহি স্বাক্ষর করতে বাঁধা দেয় এবং অন্যায়ভাবে জোরপূর্বক হাজিরা খাতা নিজ দখলে রেখেছে। তাছাড়া, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের কমন অফিস রুমে তালা ঝুলিয়ে রেখেছে।
অপরদিকে, জনাব মোঃ বেলাল উদ্দীন সাহেবের একাধিক তৃতীয় বিভাগ থাকায় নিয়োগের জন্য আবেদন করতে পারেন নাই। নিয়োগ বিজ্ঞপ্তি বিদ্যালয়ের ওয়েব সাইটের (kholoraadarshahs.edu.bd) নিউজ মেনুতে এবং ফেসবুকে ব্যাপক প্রচার ও নোটিশ বোর্ডে টাঙ্গানো হয়। পাশাপাশি নিয়মমাফিক দৈনিক পত্রালাপ ও এশিয়া বাণীতে ১০/০২/২০২৪ তারিখে বিজ্ঞপ্তি দেয়া হয়। আমি এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করি এবং লিখিত পরীক্ষা ও অন্যান্য সব নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়ে নিয়োগ প্রাপ্ত হয়। আরো প্রকাশ থাকে যে, প্রধান শিক্ষক হার্ট অপারেশন রোগী। তিনি গত ০৬-০৮-২০২৪ইং তারিখের সভা নম্বর ২০৩৩/২০২৪ মোতাবেক গত ৬ আগস্ট চিকিৎসাজনিত ছুটি নিয়ে ভারতের কলকাতা আর.এম ঠাকুর হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে মেডিকেল ভিসায় ভারত গমন করেন যা একটা রুটিন শিডিউল । এই সুযোগে কতিপয় স্বার্থনেস্বী মহল উনাকে পালাতক হিসেবে জন সাধারণের কাছে গুজব ছড়ানোর পায়তারায় লিপ্ত হয়েছে যা আদৌও সত্য নয়। এরই প্রেক্ষিতে সংবাদ কর্মীদের মিথ্যা ও বানোয়াট তথ্য পরিবেশন করে সংবাদ করিয়েছে একটি কুচক্রী মহল। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
এই প্রকাশিত সংবাদটির তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মো: রিয়াজুল ইসলাম
সহকারী প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
খোলড়া আদর্শ উচ্চ বিদ্যালয়।
Aug 23, 2024