বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। বর্তমানে তথ্যপ্রযুক্তিতে যে জাতি যত উন্নত, সে জাতি তত উন্নত, সে দেশ তত সার্বিক বিষয়ে উন্নত।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর একটি বিদ্যালয়ে ওয়েব সাইট চালু করছে জেনে আমরা আনন্দিত এবং কতৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।অতিতের ন্যায় বর্তমানে ও প্রতিষ্ঠানটি যুগোপযোগী, ও গুনগত মান সমপন্ন শিক্ষা বিস্তারে ও কারিগরী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে।বর্তমানে প্রতিষ্ঠানটি মডেল প্রকল্পভূক্ত হওয়ায় মানসম্ম...
View More
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্মৃতিবিজড়িত প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় ডাইনামিক ওয়েবসাইট চালু করণ সময়ের দাবী।বর্তমান তথ্য প্রযুক্তির যুগে প্রতিষ্ঠানের সাথে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা অফিস সমূহের মধ্যে যোগাযোগ আবশ্যক।এছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্যাদী জানানো এবং শিক্ষার মান উন্নয়নে সুধী জনের মতামত জানাও আবশ্যক।উক্ত ওয়েবসাইটে সে দাবী অনেকাংশ পূরণ করবে বলে আমার বিশ্বাস।আমি প্রধান শিক্ষক হিসেবে প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করি।
View More
Class | Male Student | Female Student | Total |
---|---|---|---|
Class- Six | 37 | 25 | 62 |
Class- Seven | 49 | 23 | 72 |
Class- Eight | 37 | 27 | 64 |
Class- Nine | 30 | 27 | 57 |
Class- Ten | 40 | 16 | 56 |